ভারতের বিপক্ষে বাংলাদেশের যা কিছু প্রথম, তার সবগুলোর সঙ্গেই আছেন মাশরাফি। একদিনের ক্রিকেটে ভারতীয়দের বিপক্ষে টাইগারদের প্রথম জয়ের নায়কও ম্যাচসেরা নড়াইল এক্সপ্রেস। আবার বিশ্বকাপে ভারতকে প্রথমবার হারানোর মিশনেও মাশরাফিই ছিলেন অগ্রণী ভূমিকায়, জিতেছিলেন ম্যাচসেরার পুরষ্কার।<br /><br />ভারতের সাথে ওয়ানডে আর বিশ্বকাপে দেশের প্রথম দুটি ঐতিহাসিক সাফল্যের রুপকার ও ম্যাচ জয়ের নায়ক মাশরাফির, মঙ্গলবার সেই ভারতের বিপক্ষে বিশ্বকাপে শেষ ম্যাচ। কি ভাবছেন মাশরাফি? সব সময় দলগত প্রচেষ্টা, দলগত পারফরমেন্স আর সমষ্টিত অর্জন-প্রাপ্তি যার সন্তুষ্টি, সেই মাশরাফি এমন এক ব্যক্তিগত সাফল্যের ফলকের সামনে দাঁড়িয়ে কি একটু হলেও আবেগপ্রবণ নন?<br /><br />বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/sports/cricket/510621<br /><br />#cwc2019